রমজানের ছোট ছোট হাদিস Rojar choto choto hadis

 রমজানের ছোট ছোট হাদিস



রমজানের পূর্বে যে সব প্রস্তুতি অবশ্যই নেওয়া খুবই জরুরী



আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসুলি হিলল করিম আম্মাবাদ সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এবং সাহাবারা রমজান আসার দুই মাস পূর্ব থেকেই কবে রমজান মাস আসবে এজন্য ব্যাকুলতা প্রকাশ করতেন চিন্তিত থাকেন যে আমরা রমজান পাব কিনা কবে রমজান আসবে তাই বেশি বেশি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রামাদান  অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দিন এবং রমজানে পৌঁছে দিন তাই আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রমজানের রোজা গুলো সঠিকভাবে রাখার তৌফিক দান করেন






রমজানের শ্রেষ্ঠ আমল

(1) প্রথমত বেশি বেশি ইস্তেগফার পড়া ও আল্লাহর কাছে তওবা করা (2) দ্বিতীয় কাজ হল রমজানের ফজিলত গুলো জানা শেখা ও মাসলা মাসায়েল গুলো লিখে রাখা,যাতে রমজানের সময় কাজে লাগে (3) তৃতীয় রমজানে এবার আমি আমল করবই এর জন্য নিয়ত পাক্কা করা (4) চতুর্থ আগের বছরের কোন রোজা কাযা থাকলে সেই রোজা গুলো আদায় করা (5) অন্তরকে হিংসা বিদ্বেষ ও শিরক থেকে মুক্ত করা (6) যেসব জিনিস অথবা বস্তু রোজা রাখার জন্য ব্যাঘাত ঘটায় সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করা যেমন অতিরিক্ত ফেসবুক ইউটিউব অথবা গেমিং করা থেকে বিরত থাকার চেষ্টা করা অথবা টাইম মেইনটেইন করা যে আমি কখন কোন কাজ করব যাতে করে রোজার কোন ব্যাঘাত, না ঘটে (7) গত বছর যে ভুলগুলো হয়েছে সেগুলো চিহ্নিত করা নোট করা যাতে করে আবারও সেই ভুলগুলো না হয়


রমজানের গুরুত্ব ও ফজিলত



(9) যেহেতু রমজান মাস অনেক বরকতপূর্ণ মাস তাই এই মাসে ভালো ভালো কাজগুলো করার রুটিন করে রাখা, যাতে করে রমজানে আমল করতে সুবিধা হয় (10) শাবান মাসে বেশি বেশি দোয়া করা যেন রমজান পর্যন্ত হায়াত পাই , আর সেই দোয়াটি হল আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ও শা'বান ওয়া বাল্লিগনা রমাদান (11) শাবান মাসের শেষে রমজানের চাঁদ দেখা, কিন্তু আফসোসের বিষয় হলো আমরা


আমাদের এরকম হাদিস যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে প্রতিদিন পড়তে পারেন আমরা মানুষের পাশে থাকি আশা করি আপনি আমাদের পাশে থেকে হেল্প করবেন এতক্ষণ সময় দিয়ে পড়ার জন্য ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url