ছোট ছোট হাদিস পোস্ট Choto-Choto-Hadis-Post
আস-সালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু" আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ওয়েবসাইটে এরকম আরো অনেক হাদিস আছে আমরা সব সময় হাদিস বিষয়ে পোস্ট করে থাকি আমাদের হাদিসগুলো পড়ে ভালো লাগলে আমাদের ওয়েবসাইটে আরো পোস্ট আছে সেগুলো পড়ুন আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
ছোট ছোট হাদিস পোস্ট
আরেকটি ভুল যেটা আমরা করে থাকি সেটা হলো সেহরি আমরা অনেক আগে খাই,
হাদিসে এসে রাসূলে পাক সাঃ বলেন
তোমরা সেহরি রাত্রের শেষভাগে খাও
আবার অনেকে এমনও ভুল করে থাকে যে সেহরির শেষে খাইতে খাইতে এত শেষে খায় যে আজান হয়ে যাচ্ছে তারপরেও খাইতে থাকে আজান হওয়ার পরে আর কোন খাবার খাওয়া যাবে না।
(8) আরেকটি ভুল হল সেহরি খাওয়ার পূর্বে যদি গোসল ফরজ হয় তাহলে আমরা মনে করি গোসল না করে সেহরি খাওয়া যাবেনা এটা একটা ভুল ধারণা, কারণ কেউ যদি গোসল না করে সেহরি খায় এমনকি ফজরের আজান হওয়ার পরেও সে গোসল করে তবুও তার রোজা হবে।
(9) আরেকটি ভুল হল আমরা অনেকেই যদি সেহরিতে ঘুম থেকে জাগতে না পারি অথবা সেহরি না খাইতে পারি তাহলে আর আমরা সেদিন রোজা রাখি না এটা একটা ভুল ধারণা কারণ সেহরি খাওয়া সুন্নাত আর রোজা রাখা ফরজ তাই কেউ যদি সেহরি নাও খায় আর ঐদিন সারাদিন রোজা রাখে তাহলেও তার রোজা হয়ে যাবে। শুধু তাই নয় সে ব্যক্তির যত কষ্টই হোক না কেন তাকে সেই দিন রোজা রাখতেই হবে।
(10) আরেকটি ভুল যেটা আমরা করে থাকি তা হল সেহরিতে আমরা অনেকে জানিই না যে খেজুর খাইতে হবে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার এবং সেহরি দুই সময়েই খেজুর খাইতেন
রোজার হাদিস
এজন্য আমাদের অন্তত সেহরিতে একটা হলেও খেজুর খাওয়া দরকার কারণ এটা একটা সুন্নত।
(11) আরেকটি ভুল সেটা হল আমরা সেহরিতে শুধুমাত্র সেহরি খাওয়ার জন্যই উঠি এবং সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুমিয়ে যায় এটা একটা বড় ভুল প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা রাতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামীন প্রথম আসমানে এসে আমাদেরকে ডাকতে থাকেন তোমরা কি আছো আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব আর বিশেষ করে এই রমজান মাস যেহেতু সাধারণ ক্ষমার মাস তাই আমাদের উচিত অন্তত সেহরি খাওয়ার পূর্বে অথবা সেহরি খাওয়ার পরে আযানের আগ মুহূর্ত হলেও 2/4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা আর এটা এমন একটা সময় যে সময় দোয়া করলে আল্লাহ পাক অবশ্যই কবুল করেন বা কবুল করার সম্ভাবনা থাকে।
(12) আরেকটি ভুল হল আমরা অনেকেই মনে করি রোজা রেখে থুতু গেলা যাবে না বিশেষ করে যারা নতুন দেখবেন তারা একটু পরপরই থুতু ফেলে এটা করা যাবে না রোজা রেখে থুতু গিলে ফেললে রোজার কোন ক্ষতি হয় না। তার মানে আবার এই নয় যে আপনি ইচ্ছে করে অনেক দ্রুত জমিয়ে গিলে ফেলবেন।
(13) আরেকটি ভুল হল আমরা ফজরের নামাজের পর সাথে সাথে ঘুমিয়ে পড়ি এটা একটা ভুল ,
আপনার যদি ঘুমাতেই হয় তাহলে অন্তত কিছুক্ষণ কোরআন তেলাওয়াত জিকির আজগার করে তারপরে ঘুমাবেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালের এই সময়টাতে উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছেন হে আল্লাহ সকালের সময়কে আমার উম্মতের জন্য বরকতময় করে দিন। তাই এই সকালটা বরকতপূর্ণ সকাল আর এই বরকতপূর্ণ সকলকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।
(14) আরেকটি ভুল হল আমরা যারা নিয়মিত আযানের জবাব দেই তারা ইফতারের সময় আযানের জবাব না দিয়ে অতি দ্রুত ইফতার খাওয়া নিয়ে অথবা ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত থাকি এটা একটা ভুল। কারণ আমি সারাদিন রোজা রাখতে পেরেছি শুধু আজানটা শেষ হওয়ার পরে ইফতার করব এটা কি আমি পারবো না? আর যেটা নাও পারি তাহলে অন্তত ইফতারের ফাঁকে ফাঁকে আজানের
রোজার হাদিস সমুহ
জবাবগুলো দেওয়ার চেষ্টা করব, যারা আযানের জবাব দিবে মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পাবে আজানের জবাব দিয়ে সেই সওয়াব পাওয়া যাবে এজন্য আমরা এই ভুলটা করব না আমরা যেখানেই থাকি না কেন আজানের জবাব দেওয়ার চেষ্টা করব।
(15) আরেকটি ভুল হল তারাবি নামাজের তাড়াহুড়া করা, অনেক সময় মুসল্লিদের কারণে হাফেজ সাহেবদের অথবা ইমামদের অতি দ্রুত তারাবি পড়াতে হয় অথচ উত্তম হলো ধীর স্থির ভাবে তারাবি পড়া।
(16) আরেকটা ভুল হল তারাবি নামাজের চার রাকাত পর পর আমরা একটা দোয়া করি
سبحان ذي الملك والملكوتي
এমন দোয়ার কোন ভিত্তি নাই
কারণ প্রতি চার রাকাত পর বসা হয় এজন্যই যে মানুষ একটু রেস্ট নেবে।
ইফতারের সময় দোয়া পড়া
اللهم لك صمت على رزقك افطرت
অথবা বিসমিল্লাহ বলে শুরু করব কিন্তু আমরা অনেকেই জানিনা যে ইফতারের দাওয়াত খেতে গেলে কোন দোয়া পড়তে হবে
সুন্নত হলো নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ইফতারের দাওয়াত খেতেন তখন এই দোয়াটা পড়তেন
اكلت طعامكم الابرار وصلت عليكم الملائكه وافطر عندكم الصائمون
আমরাই দোয়াটা পড় কারণ এই দোয়াটা সুন্নাত
(18) আরেকটি ভুল হল এতেকাফ করা আমরা অনেকেই রমজানের শেষ দশকে এতেকাফে বসি না।
(19) আরেকটি ভুল হল আমরা রমজানের শেষ দশকে কেনাকাটা মার্কেট নিয়ে ব্যস্ত থাকি অথচ এর শেষ দশকেএমন একটা রাত্রি আছে যে রাত হাজার রাতের চেয়ে উত্তম আমরা এই সুযোগ হাত ছাড়া করে শুধু কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকে এটা করা যাবে না।
(20) আরেকটা ভুল হল ফিতরা নিয়ম হলো চাঁদ উঠার পর থেকে নিয়ে ঈদুল ফিতরের আগ পর্যন্ত তারা পরিষদ করা কেউ যদি ঈদুল ফিতরের পরে ফিতরা দেয় তাহলে সেটা আদায় হবে না এই ভুলটা আমরা করে থাকি এই ভুলটা কখনোই করা যাবে না এজন্য ঈদের মাঠে নামাজে যাওয়ার আগেই ফিতরা পরিষদ করতে হবে অথবা ঈদের মাঠে যেও নামাজের আগে ফিতরা পরিষদ করা যেতে পারে।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url