শাওয়াল মাসের রোজা সম্পর্কে হাদিস-আজকে শাওয়াল মাসের কত তারিখ

 শাওয়াল মাসে 6 টি রোজা রাখার ফজিলত কি?

ছয়টি রোজা কিভাবে রাখবো? 

সবগুলো একসাথে নাকি ভেঙ্গে ভেঙ্গে? 

শাওয়ালের ছয়টি রোজা রাখা 

কি ফরয?

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া  বারাকাতুহ সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা ।



আমরা রমজানের রোজা শেষে শাওয়াল মাসে উপনীত হয়েছি 

শাওয়াল মাসের ছয়টি রোজার বিষয়ে অনেক কিছু বলা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। 

সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা 

আমাদের মনের মধ্যে শাওয়াল মাসের ছয়টি রোজা নিয়ে অনেক কিছু ঘোরাঘুরি করে। আমরা টেনশনে পড়ে যাই কি করব? 

টেনশনের কোন কারণ নেই। শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়টি রোজা রাখতেন। 

আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তা'আলা আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাম থেকে বলতে শুনেছি যে, তিনি বলেন ..........arbi...................


অর্থাৎ যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো রমজানের রোজা রাখল, এরপর শাওয়াল মাসের ছয়টি রোজা রাখল, সে যেন সারা বছর রোজা রাখল। 

(মুসলিম শরীফ ২৬৪৮ নম্বর হাদিস) 


সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল শাওয়াল মাসের ছয়টি রোজার কত গুরুত্ব। রমজান মাসে রোজা রাখা ফরজ রোজা রাখতে হবে 

শাওয়াল মাসের কত তারিখ আজ 10 তারিখ মাগরিবের পর থেকে 11 তারিখ 

কারণ আরবি মাসের তারিখ মাগরিবের পর থেকেই শুরু হয়।

আর শাওয়াল মাসের ছয়টি রোজা নফল রোজা। দ্বীনি ভাই ও বোনেরা যদি ও শাওয়াল মাসের ছয়টি রোজা নফল রোজা কিন্তু এই ছয়টি রোজা যদি আমি আপনি রাখতে পারেন তাহলে একটা বছর রোজা রাখলে যে সব পেতাম সে সওয়াব আমার আপনার আমলনামায় উঠবে সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা একটা জিনিস খেয়াল করেন সেটা হলো আমরা রমজানের একটা মাস রোজা রাখতে পারি না অনেক কষ্ট হয়ে যায়। আর সেখানে যদি শাওয়ালের ছয়টি রোজা রাখার কারণে শুধুমাত্র ছয়টি রোজা রাখার কারণে সারা বছর নফল রোজা রাখার সাওয়াব পাই তাহলে আমরা এই ছয়টি রোজা কেন রাখবো না।

আমরা অনেকেই বলে থাকি শাওয়াল মাসের ছয়টি রোজা একসাথে রাখবো নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখবো সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা সকলের ছয়টি রোজা রাখার বিষয়ে ছয়টি রোজা একসাথে রাখতে হবে তা নয়। শাওয়াল মাসে ছয়টি রোজা আপনি এই শাওয়াল মাসের যেকোনো দিন রাখতে পারবেন। কেউ যদি চায় যে ছয়টা রোজা একের পর এক রাখবে তাও পারবে। আর কেউ যদি চায় ছয়টি রোজা এক একদিন এক একটা করে রাখবে তাও কোন সমস্যা নেই। 


আজ শাওয়াল মাসের কত তারিখ ঈদের দিন ছাড়া শাওয়াল মাসের রোজা শাওয়াল মাসের যেকোনো দিনেই রাখতে পারবে একটানা ছয়টাও রাখা যাবে অথবা ভেঙ্গে ভেঙ্গে একটা একটা করে একদিন দুইদিন তিনদিন পরপর রাখা যাবে ।মোট কথা শাওয়াল মাসের রোজা শাওয়াল মাসেই রাখতে হবে

আবার অনেকেই বলে থাকি শাওয়াল মাসে রোজা রাখা কি ফরজ নামাজ নাকি ওয়াজিব? 

সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা শাওয়াল মাসের রোজা সুন্নত / নফল 

শাওয়াল মাসের ছয়টি রোজা আমাদের রাসুল সাঃ রাখতেন, সাহাবীরাও রাখছেন। এতে বোঝা যায় শাওয়াল মাসের ছয়টি রোজা সুন্নত। 

কেউ যদি রমজানের পরে 

এই শাওয়াল মাসের ছয়টি রোজা  না রাখে , এক্ষেত্রে কোন গুনাহগার হবে না। 

কোন পাপ হবে না। 

কিন্তু শাওয়ালের রোজার ব্যাপারে বলা হয়েছে একটা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে তাই আমাদের উত্তম হবে যত কষ্টই হোক না কেন ছয়টি রোজা রাখা।


সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আমরা অনেকেই বলে থাকি মেয়েদের ক্ষেত্রে যে মেয়েরা রমজানের রোজা সমস্যার কারণে রাখতে পারি নাই তারা শাওয়াল মাসের রোজা আগে রাখবে নাকি রমজানের রোজার কাজা আগে রাখবে?

এই প্রশ্নের উত্তরে বিশুদ্ধ ওলামায়ে কেরামগণ বলেন, যেহেতু রমজানের রোজা রাখা ফরজ তাই আগে রমজানের রোজার কাজা আগে আদায় করে নেবে। এরপর শাওয়াল মাসের রোজা রাখবে। যদি রমজানের রোজার কাজ আদায় করতে গিয়ে শাওয়াল মাস শেষ হয়ে যায় যাক কোন সমস্যা নেই তবুও আগে রমজানের রোজার কাজা আদায় করে নেবে। আর শাওয়াল মাসের ছয়টি রোজা শুধু শাওয়াল মাসে রাখতে হবে শাওয়াল মাসের বাহিরে শাওয়ালের রোজা হবে না।

সেক্ষেত্রে আমরা যদি কেউ রোজা রাখতে চাই তাহলে প্রতি মাসে অন্তত তিনটা করে রোজা রাখতে পারি। কারণ রাসূলুল্লাহ সাল্লাম প্রতি মাসে বিজোড় রোজা রাখতেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url